১৯শে এপ্রিল, ২০২৫ ইং, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


অদ্ভুত কারণে কক্ষ পরিদর্শককে পেটাল অভিভাবকরা

ক্যাম্পাস ডেস্ক» পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের কোনো ধরনের ছাড় না দেয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ অবিভাবকরা পিটিয়েছেন কক্ষ পরিদর্শক এক শিক্ষককে। শনিবার সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আশাশুনির মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন। তিনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষক রুহুল আমীন জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে যখন খাতা এক জায়গায় করছিলাম এমন মুহূর্তে অবিভাবকরা এসে মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি কোনো রকমে খাতাগুলো নিয়ে অফিস রুমে চলে আসি।

মারপিটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পরীক্ষায় ছাড় না দেয়ার কারণে আমার ওপর এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব নারগিস আক্তার জাগো নিউজকে জানান, শিক্ষক রুহুল আমিন সততার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। যে সব শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়েছে বা নকল করতে চেয়েও পারেনি সেসব শিক্ষার্থীর অবিভাবকরা শিক্ষক রুহুল আমিনের ওপর হামলা চালিয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আশাশুনি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান শাহিন বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তবে সেখানে কারও নাম উল্লেখ নেই। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কোনো অবিভাবকরা এ শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।