ডেস্ক রিপোর্ট>> জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার ফল মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফল SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space> Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
এলএলবি শেষ বর্ষে ভর্তির ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এলএলবি শেষ বর্ষ ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা ৮ মার্চ প্রকাশ করা হবে।
উক্ত ফল একই দিন বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে nu<space>atpm<space>roll no লিখে ১৬২২২ নাম্বারে send করে এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা www.admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।