দৈনিক দৃষ্টান্ত ডেস্ক : ইউটিউবে খুব সহজেই খুঁজে পাওয়া যায় বিভিন্ন ভিডিও, গান ও সিনেমা। পছন্দ হওয়া ভিডিওটি ডাউনলোড করতে হচ্ছে হয় অনেকেরই কিন্তু, তা ডাউনলোড করতে অনেক ঝামেলা ভেবে ডাউনলোড থেকে বিরত থাকেন তারা। অনেকে আবার ডাউনলোডের জন্য বিভিন্ন অ্যাপও ব্যবহার করে থাকেন।
এখন চাইলে আপনি আরো সহজে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাড্রেসবারে থাকা http://www.youtube.com/ ঠিকানায় গিয়ে। www. এর পর ছোট হাতের দুইটি ss লিখতে হবে অর্থাৎ http://www. ssyoutube. com/ লিখতে হবে আপনাকে। এবার এন্টার চাপ দিলেই চলে যাবে নতুন একটি পেইজে। নতুন পেইজটিতে কয়েকটি ফরমেটে থাকবে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি। আপনি ওখান থেকে আপনার পছন্দ মেতো একটি ডাউনলোড করে নিতে পারবেন।