৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট আদায়ের নির্দেশ

দৈনিক দৃষ্টান্ত রিপোর্ট : দেশের এমপিওভুক্ত সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার তিনটি অর্থবছরের ভ্যাট ও উৎসে কর আদায়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির মহাপরিচালক (ডিজি) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশ দেন। মাউশির ডিজি প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের বুধবার স্বাক্ষিরত আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

আদেশে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট ও উৎসে কর আদায়ের কথা উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদফতরের ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেসিপ) নিরীক্ষা কাজ শেষে ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে ‘বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট ও আয়কর কর্তন করা হয়নি মর্মে অডিট আপত্তি দেন।

এই অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন এসব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ভ্যাট ও উৎসে কর কর্তন করতে সবাইকে অনুরোধ করা হলো।’