ডেস্ক রিপোর্ট» ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রথম পর্বে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ১৫৭ জন। পাসের হার ৯২ দশমিক ৫০ শতাংশ। দ্বিতীয় পর্বে উত্তীর্ণের সংখ্যা ১৬ হাজার ৫২৬ জন। পাসের হার ৯৭ দশমিক ০৯ শতাংশ।
বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে iau.edu.bd পাওয়া যাবে।