১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


‘ক্লাসে ৫ মিনিট পড়ালেখার বাইরে কথা বলুন’

ডেস্ক রিপোর্ট» শিক্ষকদের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমি আপনাদের বলবো, আপনারা ক্লাসের শেষ ৫ মিনিট পড়ালেখার বাইরে কথা বলবেন। তাদের (শিক্ষার্থীদের) আচরণ, নীতি-নৈতিকতা শেখাবেন। তাদের মানুষ হওয়ার সুযোগ করে দেবেন।’

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিগ্রিপ্রাপ্ত মাইক্রোবায়োলজিস্টদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তদের এই পুনর্মিলনী আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মাইক্রোবায়োলজি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের পদচারণায় মুখর ছিল।

বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এস এম সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডা. নাইমা মোয়াজ্জেম, অধ্যাপক কে জেড মামুন, অধ্যাপক কে এম শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।