১৯শে এপ্রিল, ২০২৫ ইং, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


চুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু ২১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ কার্যক্রম ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ।

আবেদন করার শেষ সময় ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এছাড়া এ-লেভেল এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থীদের আবেদনপত্র গ্রহণও একই তারিখ ও সময়ে, প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আবেদন শেষে ১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ।

এছাড়া মুক্তহস্ত অংকন একই দিন বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার চারটি অনুষদের ১০টি বিভাগে স্নাতক কোর্সে ৭০০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোলসহ নামের তালিকা প্রকাশ করা হবে ১৫ অক্টোবর রোববার।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।