প্রেস বিজ্ঞপ্তি : ছাগলনাইয়া প্রেস ক্লাবে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সভায় ২০১৭-২০১৮ সেশানের জন্যে সভাপতি পদে মুহাম্মদ আবুল হাসান(দৈনিক নয়া দিগন্ত/অজেয় বাংলা) সাধারণ সম্পাদক পদে এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব/নয়া পয়গাম) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
১৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি মোহাম্মদ শেখ কামাল (দৈনিক ইত্তেফাক/ফেনীর সময়), মোহাম্মদ মোস্তফা (দৈনিক মানবজমিন/দুর্বার), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী (দৈনিক তৃতীয় মাত্রা/স্বদেশপত্র), দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান(দৈনিক আজকের পত্রিকা/নতুন ফেনী), অর্থ সম্পাদক মোঃ রফিক উদ্দিন(সাপ্তাহিক ফেনীর গৌরব), প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ জিয়াউল হক রুবেল(দৈনিক ডেসটিনি),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া(আজকের সূর্যোদয়/বিচিত্র খবর ডট কম), তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ মোহাম্মদ মোদাচ্ছের হোসেন (নিউজ বিএনএ), ক্রীড়া সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন(এশিয়ান টিভি), সদস্য কবির আহম্মদ ছিদ্দিকী (দৈনিক সংগ্রাম), জিয়া হায়দার স্বপন(মাসিক হায়দার), জাকের হায়দার সুমন(দৈনিক সমকাল/হকার্স), আলা উদ্দিন ভূইয়া(দৈনিক আমাদের অর্থনীতি/সুপ্রভাত), মোহাম্মদ শাহ আলম(দৈনিক আমাদের সময়/ষ্টার লাইন)।