৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


জাফর ইকবালের ওপর হামলা : তীব্র নিন্দা এপিইউবি’র

ডেস্ক রিপোর্ট>> বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এপিইউবি)।

সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এও আশা রাখে, দেশে যারা মুক্তমত চর্চা করে আসছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানানো হয়।