ডেস্ক রিপোর্ট:: জয়পুরহাট শহরের সোনারপট্টি শিব মন্দির এলাকা থেকে চলতি এসএসসি পরীক্ষার ইংরেজী ১ম পত্রের ২১টি খাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খাতাগুলো উদ্ধার করা হয়।
জয়পুরহাট কেজি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ওই খাতাগুলো নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খাতাগুলো পড়ে যায়। এ ঘটনায় এখনও ৫০টি খাতানিখোঁজ রয়েছে।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, জয়পুরহাট কেজি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার রাজশাহী শিক্ষাবোর্ড থেকে চলতি এসএসসি পরীক্ষার ইংরেজী ১ম পত্রের ৭৫টি লিখিত খাতা নিয়ে মাইক্রোবাসযোগে বৃহস্পতিবার রাতে জয়পুরহাটে নিয়ে আসেন। খাতাগুলো নিয়ে রিকশায় করে শহরের পূর্ব বাজার এলাকায় বাড়িতে ফেরার পথে অসাবধানতা বশত শহরের সোনারপট্টি শিব মন্দির এলাকায় রিকশা থেকে খাতাগুলো পড়ে যায়। পরে শহরের মাস্টারপাড়া এলাকার মৃত মামুনুল হকের ছেলে আসাদুল হক ২১টি খাতা পেয়ে থানায় জমা দেন এবং এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি আরও জানান, ওই শিক্ষকের কাছে মাত্র ৪টি খাতা আছে। এখনও ৫০টি খাতা পাওয়া যায়নি।