১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


টঙ্গীতে ছাত্র পেটানোয় মাদরাসা শিক্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট>> গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে জোবায়ের হোসেন (২৮) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গুরুতর আহত ছাত্রকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রের নাম মো. ইব্রাহিম (১১)। সে টঙ্গীর পাগাড় এলাকার মো. খোরশেদ মিয়ার ছেলে ও জামেয়াতুল ইসলাম মাদরাসার ছাত্র।

পুলিশ জানায়, ইব্রাহিম মাদরাসা থেকে না বলে বাড়িতে চলে যাওয়ার কারণে মঙ্গলবার ভোরে তাকে মাদরাসার শিক্ষক জোবায়ের হোসেন বাঁশের কঞ্চি দিয়ে বেদম মারধর করেন। বাঁশের কঞ্চি দিয়ে মারার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তক্ষরণ হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার একদিন পর বুধবার শিশুটির বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।