৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশের দাবি ঢাবিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের

ক্যাম্পাস ডেস্ক» ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (৩য় বর্ষ) পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতিহাসের সবচেয়ে অবহেলিত। কারণ ৩ বছরের কোর্স ৬ বছরেও শেষ হয়নি। ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে প্রায় ১ বছর আগে, অথচ আজও ফল প্রকাশ হয়নি। এভাবে সেশনজটে চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। তাই শিগগিরই জাতীয় নির্বাচনের আগে ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

মানববন্ধনে ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।