৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিজাম হাজারীর আবেদন

আদালত প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত ইংরেজি দৈনিক দ্যা ডেইলি অবজারভার পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত রিপোর্ট জমা ও তা আদালতে গ্রহনপূর্বক ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন মামলার বাদী ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

বৃহস্পতিবার তিনি ফেনী জেলা দায়রা জজ আদালতে স্বশরিরে হাজির হয়ে এ আবেদন করেন। এসময় পিপি এডভোকেট হাফেজ আহম্মদ, এডভোকেট আক্রামুজ্জামানসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেস্টা ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত দৈনিক ইংরেজী পত্রিকা দ্যা অবজারভারে নিজাম উদ্দিন হাজারী এমপির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় তিনি ফেনী দায়রা জজ আদালতে উক্ত পত্রিকার বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করেন।