ডেস্ক রিপোর্ট» ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক। প্রধানমন্ত্রীর অনুমোদন দেয়ার পর তাকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
দুই মাসেরও বেশি সময় ধরে শূন্য ছিল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ।
কিছুদিন আগেই জিয়াউল হকসহ সম্ভাব্য তিনজনের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল বলে সূত্রে জানা গেছে।