দৈনিক দৃষ্টান্ত ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে।এ বছর চ-ইউনিটে ১৩৫টি আসনের ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৭২ জন।
ভর্তি পরীক্ষা চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ সেপ্টেম্বর চ-ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।