লালমনিরহাটের আদিতমারীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নীলকান্ত বর্মন (৫০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বুড়িরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন ওই ছাত্রীকে স্কুলের স্টোর রুম নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
আটক শিক্ষক আদিতমারী উপজেলার বুড়ির দিঘী এলাকার বসন্ত কুমারের ছেলে। তৃতীয় শ্রেণির ওই ছাত্রী উপজেলার বুড়িরদিঘী গ্রামের সোহরাব আলীর কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালীন ওই মেয়েটির চিৎকারে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটে গিয়ে ছাত্রী ও লম্পট শিক্ষককে বস্ত্রহীন অবস্তায় আটক করে। পরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আদিতমারী পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ে ও শিক্ষককে থানায় নিয়ে আসে।
ওই স্কুলের প্রধানশিক্ষক আবু সাঈদ জানান, নীলকান্তের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ ছিল। বারবার সর্তক করার পর সে ভালো হয়নি। তার উপযুক্ত বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে, লম্পট শিক্ষক ও মেয়েটি পুলিশ হেফাজতে রয়েছে।