১৭ই মার্চ, ২০২৫ ইং, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ


ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রধানমন্ত্রীর অনুদান গ্রহণ

দৈনিক দৃষ্টান্ত ডেস্ক : বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বেসরকারি সংস্থা আজ সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তাঁর তেজগাঁও কার্যালয়ে এই অনুদানের চেক গ্রহণ করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন এ তহবিলে দান করেন।

অনুদান প্রদানকারীদের মধ্যে ছিল কনফিডেন্স গ্রুপ ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সচিব এম শহীদ উল্লাহ খন্দকার ও রাজউক চেয়ারম্যান আবদুর রহমান তাদের মন্ত্রণালয়ের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

তথ্য মন্ত্রণালয়ের পক্ষে চেক হস্তান্তর করেন মন্ত্রণালয়ের সচিব মুর্তুজা আহমেদ ও অতিরিক্ত সচিব মনজুরুর রহমান।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর এম ফয়েজুল্লাহ ও বিইআরসি’র চেয়ারম্যান রাহামতুল মুনিম, জ্বালানি বিভাগের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান এমপি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বোর্ডের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।