১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


দারুল ইহসানের সনদধারীদের এমপিওভুক্তির নির্দেশ

ডেস্ক রিপোর্টঃঃ আদালতের রায়ে বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তি করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ আগস্ট) এ বিশ্ববিদ্যায়লের সনদধারী প্রায় তিন হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে মাউশি মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান জাগো নিউজকে বলেন, আদালতের নির্দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে এ প্রতিষ্ঠানের সনদধারীরা উচ্চ আদালতে যান। আদালত বিভিন্ন সময় আবেদনকারীদের সনদের বৈধতা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তি হতে পারবেন।

তিনি বলেন, এ বিষয়ে স্থায়ী সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। পরিস্থিতি আমলে নিয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সদনধারীদের এমপিও সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।