আটকরা হলেন- শহরের মধ্য কোর্টগাঁও এলাকার গোলাম হোসেন মাইকেলের ছেলে রাব্বি (২৩) ও দক্ষিণ ইসলামপুর এলাকার মাসুদ রানার ছেলে কাওছার মাহমুদ আলিফ (১৮)।
পরীক্ষা চলাকালে নকলে বাধা দেয়ায় দুই শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের শরীর চর্চার শিক্ষক মোক্তার হোসেন ঢালী আটক ওই দুই ছাত্রসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন।
জানা গেছে, গত ১৮ মার্চ রোববার অনার্স ফাইনাল পার্ট-৩ এর পরীক্ষা চলাকালে মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক মোক্তার হোসেন ঢালী মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের কক্ষ নম্বর ২ এর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালীন সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার্থী রাব্বি নকল করার সময় পরিদর্শক মোক্তার হোসেন হোসেন ঢালী বাধা দেন। সেসময় রাব্বি ক্ষিপ্ত হয়ে পরিদর্শককে গালমন্দ করে পরীক্ষার হল থেকে বেরিয়ে যায়।
পরীক্ষা শেষে বিকেল সোয়া ৫টার দিকে একই কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আব্দুল খালেককে নিয়ে মোক্তার হোসেন বাড়ি ফেরার পথে কোর্টগাঁওস্থ এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে রাব্বি ও সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্র আলিফসহ অজ্ঞাত কয়েকজন মিলে ওই দুই শিক্ষককে গালিগালাজ ও এক পর্যায়ে মারধর করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, আটকরা থানা হেফাজতে রয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।