ডেস্ক রিপোর্ট» নাটোরে কলেজ শিক্ষক আরিফ হত্যা মামলার রায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাটোর সদর উপজেলার দত্তপাড়া বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষক আনিছুর রহমান আরিফ ২০০৯ সালের ১৮ জুলাই কলেজ শেষে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এই উপজেলার রামাগারি এলাকায় রাস্তার পাশে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় হত্যা মামলা হয়। বৃহস্পতিবার অভিযুক্ত হাবিবুর রহমান হবি ও আমিরুল ইসলাম নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।