ডেস্ক রিপোর্ট» বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়ড়া এলাকায় এক নারী চিকিৎসকের ঘর থেকে ওই শিক্ষককে আটক করে এলাকাবাসী।
অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। ওই নারী একজন হোমিও চিকিৎসক। চাকরিসূত্রে ওই নারীর স্বামী ঢাকায় থাকেন বলে জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়ড়া এলাকার একটি বাসায় কয়েকজন ওই শিক্ষককে প্রবেশ করতে দেখেন। তখন তারা ওই নারীর ঘরের দরজায় কড়া নেড়ে ভেতরে কেউ আছে কি-না জানতে চান। ওই নারী ভেতরে কেউ নেই বলে ভেতর থেকে দরজা আটকে দেন। তখন এলাকাবাসী বাহির থেকে দরজায় তালা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে শিক্ষকসহ ওই নারীকে ঘরের ভেতর থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকর রহমান খোকন বলেন, মঙ্গলবার আমি ছুটিতে ছিলাম। এ কারণে ঘটনাস্থলে যায় সহকারী প্রক্টর তানভীর রহমান ও কর্মকর্তারা। তাদের সহায়তায় ওই শিক্ষককে উদ্ধার করে বাসায় পাঠানো হয়। ওই শিক্ষক চিকিৎসার কারণে সেখানে গিয়েছিলেন বলে প্রক্টর জানান।
এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল মিয়ার সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।