ফুলগাজী প্রতিনিধি : ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুর জাহান বেগম নাসরিনের সুস্থতা কামনায় ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদারের আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুল আবচার আপন, কাজীরবাগ ইউপি চেয়ারম্যান এড. কাজী বুলবুল আহমেদ সোহাগ, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ এলএলবি, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমীন, জি.এম.হাট ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, জেলা যুবলীগ নেতা শরিফ উল্যাহ, শ্রমিক নেতা মানিক, ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা যু্বলীগের সাবেক আহবায়ক গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগ সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক একরাম হোসেন পাটোয়ারি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম মজুমদার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভূঞা রাশেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।