৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


পরশুরামে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

পরশুরাম প্রতিনিধি : ফেনীর পরশুরামে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে পরশুরাম ইসলামীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওঃ নুরুল হক (৫৫) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইন ৪(খ) ধারায় পরশুরাম মডেল থানায় মামলা (নং-১১/২৬-১০-২০১৭ইং) দায়ের করেছেন নির্যাতিত শিশুটির পিতা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পরশুরাম উত্তর বাজারের নুর আহম্মদের মালিকানাধীন ভাড়া বাসায় এক সৌদি প্রবাসীর শিশু কন্যা (৬) কে আরবী পড়াতেন মাওঃ নুরুল হক। বৃহস্পতিবার সকালে মাওঃ নুরুল হক আরবী পড়ানোর জন্য গিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টাকালে শিশুটির বাবা দেখতে পায়। এ সময় নুরুল হককে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন শিশুটির বাবা।

মাওঃ নুরুল হক রাজষপুরের উত্তর সোনাপুর গ্রামের মুন্সি বাড়ীর মুন্সি আমীর হোসেনের ছেলে।

তিনি উত্তর কোলাপাড়ার নুর আহম্মদের বাসায় ভাড়া থাকতেন।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।