ডেস্ক রিপোর্ট» স্বাধীনতার ৪৭ বছর পর নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দেশ পাচ্ছে একজন নারী শিক্ষামন্ত্রী। নতুন সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের কথা রোববার জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। ৪৬ সদস্যের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী থাকছেন।
এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি, যিনি বাংলাদেশের ইতিহাসে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রথম নারী। এর আগে নবম সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দেশে তিনিই প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন বেগম মন্নুজান সুফিয়ান, তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পবির্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হচ্ছেন বেগম হাবিবুন নাহার।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত মোট ৩৩ জন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে পূর্ণ শিক্ষামন্ত্রী ছিলেন ২০জন। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের ছয়জন উপদেষ্টাও ছিলেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে। বাকিরা প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা থাকাকালে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন যারা
ক্রমিক | নাম | পদমর্যাদা | কার্যকাল |
০১ | অধ্যাপক এম ইউসুফ আলী | মন্ত্রী | ২৯-১২-৭১ – ২৬-০১-৭৫ |
০২ | ডঃ মোজাফফর আহমদ চৌধুরী | মন্ত্রী | ২৬-০১-৭৫ – ০৬-১১-৭৫ |
০৩ | মেজর জেনারেল জিয়াউর রহমান | সেনাবাহিনী প্রধান, ডিসিএমএলএ | ১০-১১-৭৫ -২৬-১১-৭৫ |
০৪ | আবুল ফজল | উপদেষ্টা | ২৬-১১-৭৫ -২২-০৬-৭৭ |
০৫ | সৈয়দ আলী আহসান | উপদেষ্টা | ২২-০৬-৭৭ -২৯-০৬-৭৮ |
০৬ | কাজী জাফর আহমদ | মন্ত্রী | ০৪-০৭-৭৮- ১১-১০-৭৮ |
০৭ | আবদুল বাতেন | প্রতিমন্ত্রী | ১১-১০-৭৮-১৫-০৪-৭৯ |
০৮ | শাহ্ মোহাম্মদ আজিজুর রহমান | প্রধানমন্ত্রী | ১৫-০৪-৭৯ -১১-০২-৮২ |
০৯ | তাফাজ্জল হুসেন খান | মন্ত্রী | ১২-০২-৮২- ২৪-০৩-৮২ |
১০ | ড. এ মজিদ খান | উপদেষ্টা | ২৬-০৫-৮২ – ১১-১২-৮৩ |
১১ | ড. আবদুল মজিদ খান | মন্ত্রী | ১১-১২-৮৩ – ০১-০৬-৮৪ |
১২ | শামছুল হুদা চৌধুরী | মন্ত্রী | ০১-০৬-৮৪- ১৫-০১-৮৫ |
১৩ | শামছুল হুদা চৌধুরী | মন্ত্রী | ০৪-০৮-৮৫ – ১৬-০২-৮৬ |
১৪ | ডা. এম এ মতিন | মন্ত্রী | ১৬-০২-৮৬ – ২৩-০৩-৮৬ |
১৫ | বিচারপতি এ কে এম নুরুল ইসলাম | মন্ত্রী | ২৪-০৩-৮৬ – ২৫-০৫- ৮৬ |
১৬ | ডা. এম এ মতিন | মন্ত্রী | ২৫-০৫-৮৬ – ০৯-০৭-৮৬ |
১৭ | মোমিনউদ্দিন আহমেদ | মন্ত্রী | ০৯-০৭-৮৬ – ৩০-১১-৮৬ |
১৮ | মাহবুবুর রহমান | মন্ত্রী | ৩০-১১-৮৬ – ২৭-০৩-৮৮ |
১৯ | আনিছুল ইসলাম মাহমুদ | মন্ত্রী | ২৭-০৩-৮৮ – ১০-১২-৮৮ |
২০ | শেখ শহীদুল ইসলাম | মন্ত্রী | ১০-১২-৮৮ – ০২-০৫-৯০ |
২১ | কাজী জাফর আহমদ | প্রধানমন্ত্রী | ০২-০৫-৯০ – ০৬-১২-৯০ |
২২ | প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী | উপদেষ্টা | ১০-১২-৯০ – ১৬-০৩-৯১ |
২৩ | ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী | মন্ত্রী | ২০-০৩-৯১ – ১৯-০৯-৯১ |
২৪ | ব্যারিস্টার জমির উদ্দিন সরকার | মন্ত্রী | ১৯-০৯-৯১- ১৯-০৩-৯৬ |
২৫ | ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিয়া | মন্ত্রী | ১৯-০৩-৯৬ -৩০-০৩-৯৬ |
২৬ | অধ্যাপক মো. শামসুল হক | উপদেষ্টা | ০৩-০৪-৯৬ – ২৩-০৬-৯৬ |
২৭ | এ এস এইচ কে সাদেক | মন্ত্রী | ২৩-০৬-৯৬ – ১৫-০৭-০১ |
২৮ | এ এস এম শাহজাহান | উপদেষ্টা | ১৬-০৭-০১ – ১০-১০-০১ |
২৯ | ড. এম ওসমান ফারুক | মন্ত্রী | ১১-১০-০১-২৮-১০-০৬ |
৩০ | প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ | প্রধান উপদেষ্টা | ০১-১১-০৬ – ১১-০১-০৭ |
৩১ | আইয়ুব কাদরী | উপদেষ্টা | ১৬-০১-০৭ – ২৭-১২-০৭ |
৩২ | ড. হোসেন জিল্লুর রহমান | উপদেষ্টা | ১০-০১-০৮ – ০৬-০১-০৯ |
৩৩ | নুরুল ইসলাম নাহিদ | মন্ত্রী | ০৬-০১-০৯ – |