১৯শে এপ্রিল, ২০২৫ ইং, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


প্রধান বিচারপতির বিদেশযাত্রার প্রজ্ঞাপন জারি

দৈনিক দৃষ্টান্ত রিপোর্ট : এক মাস ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিদেশে যাওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, সংসদ ও বিচারবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

তিনি গণমাধ্যমকে জানান, আদেশ জারি হয়েছে। এখন প্রধান বিচারপতি যেকোনো সময় বিদেশ যেতে পারবেন। তিনি ফিরে না আসা পর্যন্ত আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  এর আগে ওই দিন দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই।

প্রধান বিচারপতি ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন। মঙ্গলবার এসকে সিনহা বিদেশ যাবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। চিঠিতে তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান বলে উল্লেখ করা হয়।