দৈনিক দৃষ্টান্ত রিপোর্ট : অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা দায়িত্বে না ফেরা পর্যন্ত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে ওই পদের দায়িত্বভার দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির নির্দেশক্রমে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সবকিছু ঠিক থাকলে প্রধান বিচারপতি শুক্রবার অস্ট্রেলিয়া যেতে পারেন।
রাষ্ট্ররপতি আবদুল হামিদ প্রধান বিচারপতি সিনহার চিঠিতে স্বাক্ষরের পর বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় দায়িত্বভার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে তার ছুটির মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
প্রধান বিচারপতি গত মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে ১৩ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
এদিকে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি এক মাসের ছুটিতে আছেন। তিনি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ও লন্ডন সফরে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্ররপতিকে চিঠি দিয়েছেন। তিনি ব্যক্তিগত কারণে শুক্রবার বিদেশ যাচ্ছেন।
বৃহস্পতিবার আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রধান বিচারপতির আবেদনে এর আগে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুর করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু তিনি যেহেতু আরও বেশি দিন বিদেশে থাকবেন, সেহেতু রাষ্ট্রপতি নতুন আদেশ দিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত ছুটিতে প্রধান বিচারপতির বিদেশে অবস্থানের সময় অর্থাৎ ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অথবা তিনি দায়িত্বে না ফেরা পর্যন্ত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার সম্পাদন করবেন।
ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পর গত ৫ অক্টোবর প্রধান বিচারপতি এস কে সিনহা ও স্ত্রী সুষমা সিনহাকে অস্ট্রেলিয়ার তিন বছরের ভিসা দেওয়া হয়; যার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত।
অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি বর্তমানে ছুটিতে আছেন। অবশ্য প্রধান বিচারপতির এই ছুটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা রয়েছে।