১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ


ফুলকলি মডেল কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ১১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি»দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া ফুলকলি মডেল কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ১১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ফুলকলি,র নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া বাজার কমিটির সভাপতি মোঃ আলী হোসেন,স্থানীয় সমাজসেবক ফজলুর রহমান ও মাও:নুরুল ইসলাম প্রমূখ।

এসময় বৃত্তিপ্রপ্তদের হাতে বৃত্তির সনদ,নগদ টাকা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রসঙ্গত,ফেনীর এডুকেশন এন্ড কালচার্যাল ক্যাম্পেইন ট্যালেন্ট সার্চ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ফূলকলি,র এ ১১ শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এরা হলেন: সাইফ উদ্দিন রাহুল, সাদিকুল হাসান, জাসেদ খান ঈমন, ইশফাকুন ইফফাত, ইসরাত জাহান ইভা, জাহেদুল ইসলাম অরণ্য, সানজিদা আক্তার, রাহিবা বিনতে রুপ্তা, মিহির উদ্দিন ফাহিম, সাবরিন সুলতানা, ছামিয়া জান্নাত প্রমূখ।