ফুলগাজী প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ফুলগাজী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও কমিউনিটি পুলিশের প্রধান সমন্বয়ক এম.এম মোর্শেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্ঠা ও ফেনীর অতিরিক্ত পুরিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং।
বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জির চাকমা, জেলা পরিষদ সদস্য হাজী জামাল উদ্দিন, ফুলগাজী কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার প্রমুখ।
সভায় প্রধান অতিথি উক্য সিং বলেন, ১২৬০ জন জনগনকে সেবা প্রদান করার জন্য মাত্র একজন পুলিশ সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।কমিউনিটি পুলিশের বিশেষ অবদানের মাধ্যমে আমরা সমাজের নানান সমস্যা ও বিভিন্ন অপরাদ অনিয়ম সংক্তান্ত তথ্যের পরিপ্রেক্ষিতেই আমরা প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করতে পারি।তিনি ভবিষ্যতে কমিউনিটি পুলিশের সফলতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করেন।
এর পূর্বে দিবসটি উপলক্ষে বের হওয়া র্যালীটি ফুলগাজী থানা থেকে শুরু হয়ে ফুলগাজীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।