৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


ফুলগাজীতে ছিন্নমূল পাঠশালা’র উদ্বোধন ও শিক্ষা উপকরন বিতরণ

ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজীতে ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে পুরাতন রেল স্টেশনে ছিন্নমূল শিশুদের জন্য ছিন্নমূল পাঠশালা’র উদ্বোধন ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব’র সভাপতি মোঃ শহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও রাবেয়া আক্তার স্বপ্না’র সঞ্চালনায় ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম প্রধান অতিথি থেকে এ পাঠশালা’র উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ, ফুলগাজী নিউজ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাজু, দৈনিক দৃষ্টান্ত প্রতিনিধি জামাল উদ্দিন সজিব, ক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, রাকিব প্রমুখ।অনুষ্ঠানে প্রায় ৩০ জন স্বেচ্চাসেবক উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ৩৫ জন ছিন্নমূল শিশুকে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। এ সংগঠন প্রতি সপ্তাহে তিন দিন করে ছিন্নমূল শিশুদের ক্লাস নেওয়া হবে।