৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


ফুলগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন

ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন পালিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহমদ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরাম হোসেন পাটোয়ারীরর পরিচালনায় বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এক মিলাদও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল আলিম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি জামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন দেলু, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.সেলিম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবদুল কাইয়ুম, ছালাহ উদ্দিন ঝন্টু, আজাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এবাদুল হক খান, আবু বক্কর, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক রাশেদ ও সাধারণ সম্পাদক শামীম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।