৩০শে মার্চ, ২০২৩ ইং, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ


ফুলগাজীতে মরহুম সাবিহা খাতুন ফাউন্ডেশন স্কুল মাদ্রাসা বির্তক প্রতিযোগিতা উদ্বোধন

মোঃ জামাল উদ্দিন, ফুলগাজী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারের পৃষ্ঠপোষকতায় মরহুম সাবিহা খাতুন ফাউন্ডেশন স্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহব্বায়ক মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে ও এ্যাডভোকেট সাইফ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মোর্শেদ, সহকারী কমিশনার (ভুমি) সাবিনা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য হাজী জামাল উদ্দিন প্রমুখ।

বক্তব্য রাখেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল আলিম মজুমদার, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার ও পরশুরাম-ফুলগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবদীন মজুমদার।

পরশুরাম-ফুলগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ধর্মপুর এডুকেশনাল এস্টেট অংশগ্রহণ করেন। বির্তক প্রতিযোগিতায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করছে।