শহর প্রতিনিধি : ফেনীতে ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে শহরের দাউদপুল খায়রুল আনাম পেয়ারু জিমনেশিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
এ সময় ফেনী পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ওয়ান্ডার ল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক জি.এম মুস্তাফিজুর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোনাজাত করেন ফেনী দারুল ঈমান ক্যাডেট মাদ্রসার অধ্যক্ষ মামুনুর রশিদ।
জানা যায়, শিশুপার্ক নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়ান্ডারল্যান্ড গ্রুপের সাথে ফেনী জেলা ক্রীড়া সংস্থার আগামী ৩০ বছরের জন্য চুক্তিবদ্ধ হন। আধুনিক বিজ্ঞান সম্মত এ পার্কে আগত দর্শনার্থীদের জন্য গেইমস্, রাইডস্ ও সুইমিং পুলসহ বিশেষ ব্যবস্থা থাকবে। আগামী দুই বছরের মধ্যে এ পার্ক নির্মাণ কাজ শেষ করবে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।