৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

জহিরুল আলম কামরুল : ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট শনিবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে প্রবল বর্ষনে মাঠ খেলার অনুপোযোগী হওয়ায় শনিবারের নির্দ্ধারিত খেলা গুলো স্থগিত করা হয়। এই খেলা গুলো রবিবার অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা ত্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার প্রমুখ।

এসময় জেলা ও উপজেলা শিক্ষক ও শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

টূর্ণামেন্ট ফেনী জেলার ছয় উপজেলার ১২টি দল অংশ গ্রহন করবে।