শহর প্রতিনিধি : আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচন কে সামনে রেখে তৃনমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কর্মকান্ডকে আরও গতিশীল করার লক্ষে ফেনী জেলা আওয়ামীলীগের উদ্যোগে তৃনমূলের নেতাদের সাথে মতবিনিময় শুরু হয়েছে।শনিবার দুপুরে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি।
এসময় তিনি বলেন, এখন থেকে প্রত্যেকটি নেতাকর্মী সকল ভেদাভেদ ভু্লে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকা মার্কাকে বিজয়ী করতে মাঠে কাজ করতে হবে।সাধারন মানুষের সাথে মিশতে হবে এবং বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে তুলে ধরতে হবে।তিনি সভায় ফরহাদ নগর ইউনিয়নের তৃনমুলের সকলের বক্তব্য শুনে বলেন আপনারা মাঠে কাজ করেন, এজন্য আপনাদেরকে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, আপনারা আমাদের কাছে আসতে হবেনা, আমরাই আপনাদের কাছে যাব।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফোরকান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারন সম্পাদক এডভোকেট নুর হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, সাধারন সম্পাদক করিম উল্যাহ আজাদ, ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক সহ ফরহাদ নগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।