জহিরুল আলম কামরুল : ক্রিকেটারেরা খেলছে বেশ বিশ্ব কাপ জিতবে বাংলাদেশ এই শ্লোগানে টাইগারদের ডোরাকাটা দাগের প্রতিকৃতিতে ফেনীতে স্টার লাইন স্পেশাল লিমিটেডের নতুন এসি বাসের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে শহরের এসএসকে সড়কের স্টার লাইন কমপ্লেক্সে ফিতা কেটে বাসগুলোর উদ্বোধন করেন কৃতি ব্যাটসম্যান এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন।
ফেনী জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো: গোলাম নবী সভাপতিত্বে ও এখলাস উদ্দিন খোন্দকার বাবলুর পরিচালনায় অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধূরী, ফেনী জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল করিম, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, মাহতাব উদ্দিন মুন্না, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক হাজী আবু বক্কর ছিদ্দিক, হাজী নুরুল আলম, জামাল উদ্দিন, মাহমুদুল হক চৌধুরী মনির, মাঈন উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, আজম চৌধূরী, বাহার উদ্দিন বাহার, জেলা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মো: শাহীন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম ভূঞা, ক্রিকেট এসোসিয়েশন ফেনী’র সভাপতি ইমন-উল হক, ফেন্ডশীপ ক্লাবের সভাপতি চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম অপু, ইতিবাচকের প্রধান সমন্বয়ক নাসিম আনোয়ার জাকি প্রমুখ। এ সময় স্টার লাইন পরিবার ও জেলার ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
সাবেক ক্রিকেটার মোঃ আশরাফুল বলেন, ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে। এ ভাবে খেলতে পারলে আমরা আশা করি বাংলাদেশ একদিন বিশ্ব কাপ জয় করবে।