পরশুরাম প্রতিনিধি : ফেনীতে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর সোনাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকার পরশুরাম উপজেলার রাজেশপুর বিওপির হাবিলদার মোঃ নুর আলম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল উত্তর সোনাপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়।বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ভর্তি ভারতীয় গাঁজা ফেলে পালিয়ে যায়।এসময় বিজিবির টহলদল পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।যায় আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।
ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সহিদুর রহমান গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।