দৈনিক দৃষ্টান্ত স্পোর্টস রিপোর্ট : ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বুধবার বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান।
উদ্বোধনী খেলায় ফেনী সদর উপজেলা দল ২-১ গোলে সোনাগাজী উপজেলা দলকে হারিয়েছে। খেলা প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল।
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল আলিম মজুমদার সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে জেলার ৬ উপজেলা থেকে ৬টি দল অংশ নিচ্ছে। টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থাকবেন বলে জানা যায়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান বলেন, ফুটবল খেলা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। যতদিন মানুষের দু পা চলবে এ পৃথিবী থেকে ততদিন ফুটবল খেলা বন্ধ হবে না।