৩রা ডিসেম্বর, ২০২৪ ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ


ফেনী রিপোর্টার্স ইউনিটিতে নিজাম হাজারীর মা ও ভাইয়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির মাতা দেল আফরোজ বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারীর আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বাদ আসর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কারী মোহাম্মদ মহি উদ্দিন। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যতন মজুমদারের সঞ্চালনায় এসময় ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম ইউছুফ আলী,সহ-সভাপতি শিহাবুদ্দিন লিটন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন পাটোয়ারী,নির্বাহী পরিষদ সদস্য হাবীবুর রহমান খান,আলী হায়দার মানিক,নুর উল্লাহ কায়সার,সদস্য এমএ জাফর,দৈনিক সমকাল ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর,সাপ্তাহিক নির্ভীক বার্তা সম্পাদক নাসির উদ্দিনসহ ইউনিটির সদস্য ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।