৬ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ


ফেনী সরকারী কলেজে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শহর প্রতিনিধি : ফেনী সরকারী কলেজে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, কলেজে ‘সাধারণ ফোন ব্যবহার করা যাবে। তবে অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ব্যবহার করা যাবে না।’