মোঃ জামাল উদ্দিন, ফুলগাজী প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে বজ্রপাত নিয়ন্ত্রন করার লক্ষ্যে ভবিষ্যতে বজ্রপাতের কারনে মৃত্যু ঝুঁকি কমানোর জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে ১ হাজার তালের চারা রোপনের কায্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালের চারা রোপনের কায্যক্রম উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম।
এ সময় ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মেদ হোসেন সোহাগ সহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
তালের চারা রোপন অনুষ্ঠানটি ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক থেকে শুরু করা হয়।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম বলেন, সবাই সবার বাড়ীর আঙ্গিনায় একটি করে তালের চারা রোপন করবেন। তালের গাছের অনেক উপকারিতা আছে এবং পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য সবার কাছে অনুরোধ জানান।