২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ


বিএসএমএমইউ’র প্রো-ভিসি ডা. জাকারিয়া স্বপন আর নেই

ডেস্ক রিপোর্ট:: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন আর নেই।

বুধবার বেলা পৌনে ১২টায় বিএসএমএমইউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে অধ্যাপক ডা. জাকারিয়া স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।