ডেস্ক রিপোর্ট:: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে সোমবার মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেন্টাল ও প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের মোট ২৯৫ রেসিডেন্ট ছাত্র-ছাত্রীকে থিসিস গ্রান্ট প্রদান হয়েছে।
বিএসএমএমইউ প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।