দৈনিক দৃষ্টান্ত রিপোর্ট : বিদেশ যাওয়ার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করতে চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি বিদেশ থাকবেন।
প্রসঙ্গত প্রধান বিচারপতি যখন বিদেশ যান তখন তখন একটি সরকারি আদেশ (জিও) জারি করতে হয়। ওই সরকারি আদেশ জারি করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিটি এখন প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
গত ৩ অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সিনহা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দাবি করেছে জোড় করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে তা অস্বীকার করেছে সরকার।