দৈনিক দৃষ্টান্ত রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড় ক্রয়ে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। খেলোয়াড় ক্রয়ে উভয় দলেরই খরচ হয়েছে সমান ২ কোটি ৬২ লাখ টাকা করে।
দুই কোটি ৫৪ লাখ টাকা ব্যয় করে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা টাইটান্স। ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস সমান দুই কোটি ৫২ লাখ টাকা করে দল গঠনে ব্যয় করেছে। সর্বনিম্ন দুই কোটি ২০ লাখ টাকা খরচ হয়েছে চিটাগাং ভাইকিংসের।
এছাড়া সিলেট সিক্সার্সের খেলোয়াড় ক্রয়ের পেছনে খরচ হয়েছে দুই কোটি ৩৫ লাখ টাকা। সাতটি ফ্র্যাঞ্চাইজি দল গঠনে ১৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করেছে।