দৈনিক দৃষ্টান্ত ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে শুক্রবার ভবন ধসে ৮ ব্যক্তি নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।
গাড়িচালক ও পরিচ্ছন্নতা কর্মীসহ নিহত ৮ জনই রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানির কর্মচারী।
কোম্পানির ১১ কর্মচারীর একটি দল একটি বাস ডিপোর পাশে অফিস ব্লকের ৬০ বছর পুরনো একটি দোতলা ভবনে ঘুমাচ্ছিলো। এ সময় ভবনের একাংশ ধসে পড়লে ৮ জনের মৃত্যু হয়।
তামিলনাড়ু রাজ্যের নাগাপট্টিনাম জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা সি সুরেশ কুমার বলেন, ‘এটি একটি পুরনো ভবন। স্টাফরা ঘুমানোর সময় হঠাৎ করে ধসে পড়ে।’
তিনি বলেন, উদ্ধার কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে তিন কর্মচারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তাদের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাজ্য সরকার নিহতদের পরিবারবর্গকে ২৩শ’ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়া ঘোষণা দিয়েছে।
ভারতে ভবন ধসের ঘটনা নৈমিত্তিক বিষয়। গত সোমবারও ব্যাঙ্গালোর নগরীতে গ্যাস ট্যাংক বিস্ফোরণের ফলে একটি এ্যাপার্টমেন্ট ব্লক ধসে অন্তত ৬ জন নিহত হয়েছে।