১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞাননির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে

ডেস্ক রিপোর্ট>> সরকার মাদরাসার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে মাদরাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। মাদরাসার শিক্ষাকে একটি যুগোপযোগী শিক্ষা হিসেবে গড়ে তোলার জন্য বাংলা-ইংরেজির পাশাপাশি বিজ্ঞান চর্চায়ও জোর দিয়েছে। তাই মাদরাসার শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞান নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের দারুল উলুম কামিল মাদরাসার উদ্যোগে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামছুদ্দিন এসব কথা বলেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে ও প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা গভার্নিং বডির সভাপতি কর্ণেল (অব:) মোহাম্মদ ইকবাল, মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বজল আমিন, রসায়ন বিভাগের প্রভাষক কামাল উদ্দিন, গণিত বিভাগের প্রভাষক মুজিবুল আলম প্রমুখ।

অতিথিরা বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পায়। মেধার বিকাশ ঘটাতে হলে বাস্তবতার সাথে মিলিয়ে কাজ করতে হবে। বিজ্ঞান মেলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যে উদ্ভাবনী শিক্ষা অর্জন করবে তা তাদের জীবনে সফলতার ধার উম্মুক্ত করতে পারে।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা সবুজ বনায়ন, আধুনিক পদ্ধতি ডিমের বাচ্চা প্রজনন, পাওয়ার ট্রান্সমিটার, চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জাহাজ নির্মাণ, সাগরে বিপদ সংকট উত্তোরনের উপায়, আদর্শ গ্রাম তৈরীসহ নানা প্রজেক্ট উপস্থাপন করে। হচ্ছে।