মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি» মিরসরাইয়ে ৩১ তম উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হওয়া পরীক্ষায় উপজেলার শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বাহার উদ্দিন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, মেধা বৃত্তি পরীক্ষা আহবায়ক সিরাজুল ইসলাম, সচীব মাকসুদ আলম শাহীন, যুগ্ন সচীব সোলায়মান বাদশা, সহ-সভাপতি দিলীপ বণিক, আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক সালা উদ্দিন, উচ্চ পরিষদ সদস্য শওকত আলী, ক্রীড়া সম্পাদক সাইফ উদ্দিন মাসুদ চৌধুরী, অফিস সম্পাদক মৃদুল দাশ, প্রচার সম্পাদক রিপন দাশ, সামাজিক সম্পাদক কেফায়েত হোসেন রাজু, কার্য্যকরী সদস্য আব্দুর রহিম, সদস্য ওমর ফারুক ইমন প্রমুখ।
উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সেলিম ও পরীক্ষা আহবায়ক সিরাজুল ইসলাম জানান, ১৯৮৮ সাল থেকে উদয়ন মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়ে দীর্ঘ ৩১ বছর যাবত সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়ে আসছে। এবারের মেধা বৃত্তি পরীক্ষায় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।