৬ই অক্টোবর, ২০২৪ ইং, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ


মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও তাদের স্বদেশে ফেরত নেয়ার দাবীতে, ফেনীতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মানববন্ধন

শহর প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হত্যা, গণ ধর্ষন, লুটতরাজ, অগ্নী সংযোগ ও দেশান্তর বন্ধ করে সকল রোহিঙ্গাদের শরনার্থীদের স্বদেশে ফেরত নেয়ার দাবীতে ফেনী শহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ফেনী জেলা শাখা এই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে।

এ সময় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ফেনী জেলা শাখার সভাপতি আবু বকর ছিদ্দিকির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব কাজী নজির আহমদ, সাধারন সম্পাদক জিএম মজুমদার, মহিলা সম্পাদিকা হোসনে আরা সাকিলা, দপ্তর সম্পাদক হোসেন আহম্মদ কামাল, প্রচার সম্পাদক অরুন পাটোয়ারী সহ আরো অনেকে।

এ সময় জেলা ও উপজেলা নেকর্তৃবৃন্দ উপস্থি ছিলেন।

বক্তারা অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হত্যা, গণ ধর্ষন, লুটতরাজ, অগ্নী সংযোগ বন্ধ করে তাদের স্বদেশে ফেরত নেয়ার দাবী জানান।