১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ


রামগড়ে সর্বপ্রথম বেসরকারী ব্যাংক, প্রাইম ব্যাংক যাত্রা শুরু

নিজাম উদ্দিন লাভলু, রামগড়, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার রামগড়ে সর্বপ্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষ স্থানীয় প্রাইম ব্যাংক।

১৪ সেপ্টেম্বর ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি নাদের খান প্রধান অতিথি হিসেবে রামগড়ে ১৪৬ তম শাখাটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও খাগড়াছড়ির সাবেক এমপি এ কে এম আলীম উল্লাহ, রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা সদস্য ফাতেমা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।