৩০শে মার্চ, ২০২৩ ইং, ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ


রোহিঙ্গা সংকটে ভারতকে পাশে চাই: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে আমরা ভারতকে চাই। আশা করি এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে।’

রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই মানবিক বিপর্যয় মোকাবিলায়, এই দুঃসময়েও ভারতকে পাশে পাব। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী ভারতের এই উদ্বেগ ও আমাদের পাশে থাকা, আমাদের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে। সারা দেশ যখন এই ইস্যুতে উদ্বিগ্ন, তখন এই দলটি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে।